বিজয় দিবসে লিডিং ইউনিভার্সিটিতে বৃক্ষরোপণ

মহান বিজয় দিবসে লিডিং ইউনিভার্সিটিতে বৃক্ষরোপণ করা হয়েছে। ইনটেক্স রিসার্চ ল‍্যাব এবং আইইইই কম্পিউটার সোসাইটি লিডিং ইউনিভার্সিটি এসবি চ‍্যাপ্টারের উদ‍্যোগে ১৬ ডিসেম্বর সকালে বিশ্ববিদ্যালয় ক‍্যাম্পাস প্রাঙ্গণে শহিদমিনারের সামনে একটি নীমগাছ রোপণের মাধ‍্যমে Green Initiative 2023 ‘Trees for tomorrow” শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী। এসময় লিডিং ইউনিভার্সিটির আইইইই কম্পিউটার সোসাইটির উপদেষ্টা মো. সাইদুর রহমান কোহিনুরের আমন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা, ট্রেজারার শ্রীযুক্ত বনমালী ভৌমিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং ইনটেক্স রিসার্চ ল‍্যাবের সদস‍্যরা রাধাচূড়া, কৃষ্ণচূড়া, কাঠ বাদাম, আম, কাঠাল ও
নারিকেলসহ বিভিন্ন জাতের একশরও বেশি গাছের চারা রোপন করেন। বৃক্ষরোপণে ভলানটিয়ার হিসেবে ছিল শান্ত, নাবিল, রুহান, ইশ্তিয়াক, তাজয়ার, নবাজতি, আবু হানিফ, তাসনীম, আইরিন প্রমুখ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.