লিডিং ইউনিভার্সিটির স্প্রিং – ২০২৩ সেমিস্টারের ক্লাস ১৪ জানুয়ারি ২০২৩ থেকে শুরু হবে। এ সেমিস্টারে বিভিন্ন প্রোগ্রামে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন আগামী ২৩ জানুয়ারি ২০২৩ তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে। উল্লেখ্য, এ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশক্রমে গত স্প্রিং -২০২২ সেমিস্টার থেকে ডুয়েল সেমিস্ট্রার পদ্ধতিতে পাঠদান চলছে।
লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলার সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক রিভিউ কমিটির এক সভায় এ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।