লিডিং ইউনিভার্সিটির সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

লিডিং ইউনিভার্সিটির ৫৭ তম সিন্ডিকেট সভা ০৪ আগষ্ট ২০১৮ শনিবার সকাল ৯:০০টায় বিশ্ববিদ্যালয় বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিন্ডিকেট চেয়ারম্যান লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী। এতে লিডিং ইউনিভার্সিটির ট্রেজারার বনমালী ভৌমিক, উপাচার্য মনোনীত সদস্য ইউনিভার্সিটি অব এসিয়া প্যাসিফিক এর উপ-উপাচার্য প্রফেসর ড. এম. আর. কবির, লিডিং ইউনিভার্সিটির আধুনিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. এম হাবিবুল আহসান, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. নজরুল ইসলাম, বোর্ড অব ট্রাস্টিজ এর মনোনীত সদস্য সাউথ ইস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এ.এন.এম. মেশকাত উদ্দিন, লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সচিব শায়েখুল হক চৌধুরী, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের মনোনীত সদস্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গনিত বিভাগের প্রফেসর ড. রাশেদ তালুকদার, লিডিং ইউনিভার্সিটির রেজিস্ট্রার মেজর (অব) মো. শাহ আলম, পিএসসি এবং ইনচার্য অর্থ ও হিসাব রজত কান্তি চক্রবর্তী উপস্থিত ছিলেন।

সিন্ডিকেট সভায় লিডিং ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিল এর সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের অনুমোদন, অর্থ কমিটির সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের অনুমোদন, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ ও পদোন্নতি এর অনুমোদনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.