সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির একাডেমিক ভবনে লিফ্ট উদ্বোধন করা হয়। শনিবার (২৩ সেপ্টেম্ব ২০১৯) সকাল ১১টায় দ্বিতীয় একাডেমিক ভবনে লিফ্ট উদ্বোধন করেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী, ট্রেজারার বনমালী ভৌমিক, বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান ইউনিভার্সিটি অব এসিয়া প্যাসিফিক এর উপ-উপাচার্য প্রফেসর ড. এম. আর. কবির, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সাউথ ইস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এ. এন. এম. মেশকাত উদ্দিন, সৈয়দ আব্দুল হাই, সৈয়দ আব্দুল হান্নান, মেজর (অব.) শায়েখুল হক চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের আধুনিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. এম. রকিব উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর (অব.) মো শাহ আলম, পিএসসি, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোস্তাক আহমাদ দীন, ভারপ্রাপ্ত প্রক্টর মো. রাশেদুল আলমসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।