লিডিং ইউনিভার্সিটিতে সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক ও কর্মকর্তাদের নিয়ে গঠিত পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এ পূজার আয়োজন করা হয়। ক্যাম্পাস প্রাঙ্গনে নির্মিত পূজা মন্ডপে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি ২০২৩) সকালে দেবীকে পুষ্প, বেলপত্র, ফল-মূল, মিষ্টি দ্রব্যসহ নানা উপাচারে পূজানুষ্ঠান সম্পন্ন হয়েছে। পরে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।
পূজামন্ডপ পরিদর্শন করেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী, ভারপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার শ্রীযুক্ত বনমালী ভৌমিক, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সৈয়দ আব্দুল হাই, মিসেস রাখি ভৌমিক, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ছাত্রকল্যাণ উনদেষ্টা প্রফেসর ড. মো. মাইমুল আহসান খান, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোস্তাক আহমাদ দীন, রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, প্রক্টর রানা এম. লুৎফুর রহমান পীর, বোর্ড অব ট্রাস্টিজের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, পিএস টু চেয়ারম্যান বোর্ড অব ট্রাস্টিজ দেওয়ান সাকিব আহমেদ, পূজা উদযাপন পরিষদের সদস্য সহকারি অধ্যাপক ইঞ্জিনিয়ার অমিত চক্রবর্তী, সহকারি পরীক্ষা নিয়ন্ত্রক সুরঞ্জন দাস, প্রভাষক দীপ্ত পাল এবং লিডিং ইউনিভার্সিটি পরিবারের সদস্যসহ অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন। পুজায় পুরোহিত হিসেবে ছিলেন বিশ্বজিৎ চক্রবর্তী।