লিডিং ইউনিভার্সিটিতে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সা.) উদযাপন

মহানবীর আদর্শে জীবনযাপনই কল‍্যাণকর
…দানবীর ড. সৈয়দ রাগীব আলী

লিডিং ইউনিভার্সিটিতে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) যথাযথ মর্যাদা ও ভাবগাম্বীর্যের সাথে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার ১২ রবিউল আওয়াল ১৪৪৬/১৬ সেপ্টেম্বর ২০২৪) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের গ‍্যালারী-১ এ “মহানবী (সাল্লাল্লাহু  আলাইহি ওয়াসাল্লাম) -এর আদর্শ ও আমাদের করণীয়”- শীর্ষক  আলোচনাসভা  অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন  লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মানবতার মুক্তির দূত রহমাতুল্লিল আল-আমিন মহানবী যার নূরের আলোয় সারা পৃথিবী আলোকিত হয়েছিল, যার উপর নাজিল হয়ছে আসমানি গ্রন্থ আল-কোরআন তিনিই আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মদ (সা:)। মহানবীর আদর্শে জীবনযাপনই কল‍্যাণকর উল্লেখ করে তিনি আরো বলেন, সুন্দর সমাজকাঠামোয় বিশ্ব নবীর জীবনাদর্শে আলোকিত হয়ে আইনের শাসন নয় ন‍্যায়ের শাসন প্রতিষ্ঠা করতে হবে।

মূখ‍্য আলোচক হিসেবে বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সা:) এর জীবন, কর্ম ও শিক্ষা এবং ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, বিশ্ব-ভ্রার্তৃত্ব, মানবাধিকার, নারীর মর্যাদা বিষয়ে আলোচনা করেন সিলেটের শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার। অনুষ্ঠান বক্তব্য রাখেন এবং দোয়া পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশন সিলেটের পরিচালক  শাহ মুহাম্মদ নজরুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব‍্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম এবং আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন রুমেল এম.এস. রহমান পীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম।

কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারি অধ‍্যাপক কাজী মো. জাহিদ হাসান এবং  ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক মো. মামুনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন সৈয়দ হাফিজ আশরাফ এবং নাতে-ই-রাসুল পেশ করেন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী জামিউর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ট‍্যুরিজম এন্ড হসপিটালিটি ম‍্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান মো. মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, লাইব্রেরিয়ান মো. আব্দুল হাই ছামেনি, পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক -শিক্ষার্থী এবং কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.