সিলেটেরে প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটিতে র্সবকালের শ্রেষ্ঠ বাঙালি,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন করা হয়েছে।বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবশেদ্বারে এ ম্যুরাল স্থাপন করা হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপার্চায প্রফসের ড. মো: কামরুজ্জামান চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর মূল ম্যুরাল স্থাপনরে কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে, সৌর্ন্দযর্বধনরে কাজ শিগগিরই সম্পন্ন হবে এবং এর উদ্বোধন করা হবে।