খেলাধুলার মাধ্যমে মননশীলতা ও পারস্পরিক
সুসম্পর্ক তৈরি হয়
— দানবীর ড. সৈয়দ রাগীব আলী
সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির স্পোর্টস ক্লাবের আয়োজনে ‘এল ইউ ইন্টার-ক্লাব ফুটসাল টুর্নামেন্ট -২০২৪’ উদ্বোধন করেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী।
ইউনি ক্যাম্পাস প্রেজেন্টস এল ইউ ইন্টার-ক্লাব ফুটসাল টুর্নামেন্ট -২০২৪ এ লিডিং ইউনিভার্সিটির বিভিন্ন ক্লাবের শিক্ষার্থীদের ১২টি দল অংশগ্রহণ করবে।
রোববার (২২ সেপ্টেম্বর ২০২৪) সকাল ১১টায় এ টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করে প্রধান অতিথির বক্তব্যে দানবীর ড. সৈয়দ রাগীব আলী বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলাসহ বিভিন্ন প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ করতে হবে যার মাধ্যমে জ্ঞানার্জন এবং লিডারশিপ কোয়ালিটি তৈরি হবে। তিনি আরো বলেন সুন্দর ও আনন্দময় পরিবেশে খেলা উপভোগ করার মাধ্যমে মননশীলতা ও মানবতাবোধ জাগ্রত হয়। এবারের আয়োজনের জন্য স্পোর্টস ক্লাবকে ধন্যবাদ জানিয়ে প্রতিযোগিতার আয়োজনের পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং খেলাধুলার মানোন্নয়ন করার তাগিদও দেন তিনি।
লিডিং ইউনিভার্সিটির স্পোর্টস ক্লাবের উপদেষ্টা মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম, আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন রুমেল এম.এস. রহমান পীর,
পরিচালক (অর্থ ও হিসাব ) মোহাম্মদ কবির আহমেদ এবং ইউনি ক্যাম্পাস এর পরিচালক ফেরদৌস আহমেদ। এতে স্বাগত বক্তব্য প্রদান করেন লিডিং ইউনিভার্সিটির স্পোর্টস ক্লাবের সহ-উপদেষ্টা মো. সাজেদুল ইসলাম সরকার।
লিডিং ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. আসিফুর রহমান দিপু এবং ইলেকট্রিকেল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সৈয়দা ছালছাবিল ইসলাম আরিয়ার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ জিয়াউর রহমান, ডেপুটি রেজিস্ট্রার (এডমিশন) প্রফেসর কবির আহমেদ, বিভিন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব উপদেষ্টা এবং ক্লাব সদসবৃন্দ।