যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের এরং Global Centre for Innovation and Learning (CGFIL)-Maryland এর আমন্ত্রণে ২৫ আগষ্ট এবং ৫ সেপ্টেম্বর ২০২১ সিলেটের লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা গবেষণাপত্র উপস্থাপন করেন। সেইসাথে তিনি আমন্ত্রণকারী প্রতিষ্ঠান ও লিডিং ইউনিভার্সিটির মধ্যে পারস্পরিক আগ্রহের সম্ভাব্য ক্ষেত্র এবং সহযোগিতার বিষয়েও আলোচনা করেন। তিনি গত মঙ্গলবার যুক্তরাষ্ট্র সফরের অগ্রগতি বিষয়ে লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে অবহিত করেছেন। তিনি জানান, জাপানের ইউনিভার্সিটির সঙ্গে লিডিং ইউনিভার্সিটির শিক্ষক এবং শিক্ষার্থীদের গবেষণা বিনিময়ের লক্ষ্যে দুটি সমঝোতা স্মারক চুড়ান্ত পর্যায়ে রয়েছে। এছাড়া গবেষণা, উন্নয়ন, লাইব্রেরী এবং আর্কাইভের শেয়ারিং ও নেটওয়ার্কিং এর জন্য National Digital Library of India (NDLI)-র সঙ্গে লিডিং ইউনিভার্সিটির প্রধান গ্রন্থাগারিকের নেতৃত্বে সমঝোতা স্মারকও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এদিকে ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের সাথে লিডিং ইউনিভার্সিটির উদ্যোগে একটি ফলো-আপ উপস্থাপনা অনলাইনে ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে। এতে ওয়াশিংটন ইউনিভার্সিটির South Asian Sustainable Water Environment (SASWE) রিসার্চ গ্রুপ এবং লিডিং ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের নেতৃত্বে লিডিং ইউনিভার্সিটির “সেন্টার ফর রিসার্চ, ইনোভেটিভ স্টাডিজ এন্ড প্লানিং (CRISP)” একটি সমঝোতা স্মারক তৈরি করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। এটি মূলত ‘স্মার্ট সেটেলমেন্ট অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট’ বিষয়ক একটি গবেষণা সহযোগিতা হবে, যা অন্যান্য বিষয়ে প্রসারিত হতে পারে। CGFIL-Maryland এরং লিডিং ইউনিভার্সিটির মধ্যে খুব শিঘ্রই ‘Pedagogy for Higher Education’ এর উপর আর একটি ফলো-আপ মিটিং অনুষ্ঠিত হবে যেখানে পারস্পরিক সহযোগিতা এবং একটি সমঝোতা স্মারক উন্নয়নে সিদ্ধান্ত নেওয়া হবে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের CGFIL-র বোর্ড জানিয়েছেন যে তারা লিডিং ইউনিভার্সিটির সাথে একটি দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী যেখানে শিক্ষকদের পেশাগত গবেষণা উন্নয়ন ও উদ্ভাবন তহবিল সংগ্রহের সুযোগ সৃষ্টি এবং বৈশ্বিক গবেষণা ও স্বীকৃতিতে রিসোর্স শেয়ারিং এর ক্ষেত্র তৈরি হবে। লিডিং ইউনিভার্সিটির উপাচার্য জানান আগামী সপ্তাহে এসব বিষয়ে তাদের সাথে একটি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হবে।