ভাষা অলিম্পিয়াডে লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থীদের অসাধারন সাফল্য অর্জন

ভাষা অলিম্পিয়াডে লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থীরা অসাধারণ সাফল্য অর্জন করেছে।
শিক্ষার্থীরা ফাইনাল রাউন্ডে অসাধারণ সাফল্য অর্জন করেছে। ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বেকম্যানের ২য় আন্তর্জাতিক ভাষা লীগের ( ‘Bakeman’s 2nd International Language League : English Olympiad) ভাষাকার কৃতিত্বের সেমিফাইনাল রাউন্ডে লিডিং ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের নির্বাচিত ৩৫ জন ছাত্রের মধ্যে ১৯ জন অংশগ্রহণ করে। তাদের মধ্যে ইংরেজি বিভাগের শিক্ষার্থী প্রীতি দেবনাথ বাংলায় চরিত্র অভিনয় এবং টিকলি দালুকদার দোলা ইংরেজিতে সংবাদ উপস্থাপনায় চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক পেয়েছে।
ইংরেজিতে বিতর্ক প্রতিযোগিতায় প্রথম রানার্সআপ ব‍্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী ফাইজা এবং সারা মুনতাহা। ইংরেজিতে সংবাদ উপস্থাপনায় ২য় রানার্সআপ ব‍্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী রেফাহ তাসপিয়া চৌধুরী এবং ইংরেজিতে ছোট গল্প রচনায় ২য় রানার্সআপ ইংরেজী বিভাগের শিক্ষার্থী আশরাফুন নাহার মেমরি।
বিভিন্ন ভাষা ভিত্তিক প্রতিযোগিতায় ইংরেজিতে ছোটগল্প রচনায় ইংরেজি বিভাগের শতাব্দী রায় এবং বাংলায় সংবাদ উপস্থাপনায় ইংরেজি বিভাগের আশরাফুন নাহার মেমরি ফাইনালিস্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। শুক্রবার (১ এপ্রিল ২০২২) নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় বিজয়ীদেরকে অভিনন্দন জানিয়েছেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা। শনিবার (১৬ এপ্রিল ২০২২) বিশ্ববিদ্যালয়ের বোর্ডরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ‍্যমে তাদেরকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতেও এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি এ ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজেদের সুন্দর ক‍্যারিয়ারের প্রস্তুতি নিবে এবং সফলতার মাধ্যমে লিডিং ইউনিভার্সিটির সুনাম বয়ে আনবে। তিনি এ প্রতিযোগিতার আয়োজন করার জন‍্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহাম্মদ মোস্তাক আহমাদ, প্রক্টর মো. রাশেদুল ইসলাম, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মিসেস রুমপা শারমিন, সহকারি অধ‍্যাপক মানফাত জাবিন হক, শাম্মী আক্তার, প্রভাষক এনাম আহমেদ, পাবলিক হেলথ বিভাগের প্রভাষক ডা. ফরিদা সাবরিনা চৌধুরী প্রমুখ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.