বিশ্বসেরা গবেষকের তালিকায় লিডিং ইউনিভার্সিটির উপাচার্য কাজী আজিজুল মাওলা

আলপার ডজার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স র‍‍্যাংকিং- ২০২২ এ বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা।
সম্প্রতি এডি সায়েন্টিফিক ইনডেক্স বিশ্বের ২১৬ টি দেশের ১৫ হাজার ৪৩০টি বিশ্ববিদ্যালয়ের নয় লক্ষাধিক বিজ্ঞানী ও গবেষকদের সাইটেশন এবং অন্যান্য ইনডেক্সের ভিত্তিতে এ তালিকা প্রকাশ করে।
এর মধ্যে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য স্থাপত্য বিষয়ে বুয়েটে প্রথম, বাংলাদেশে দ্বিতীয় আর সংশ্লিষ্ট বিষয়ে এশিয়ার বিজ্ঞানীদের মধ‍্যে   ৮৯তম এবং বিশ্বে ৪২৯তম স্থান লাভ করেন।
উল্লেখ্য, এডি সায়েন্টিফিক ইনডেক্সে গবেষকদের গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের বিগত ৫ বছরের গবেষণার এইচ ইনডেক্স, আইটেন ইনডেক্স এবং সাইটেশন স্কোরের ভিত্তিতে র‍্যাংকিংটি প্রকাশ করেছে। এই তালিকায় বাংলাদেশের শীর্ষ দুই হাজার বিজ্ঞানী ও গবেষক স্থান করে নিয়েছেন।
প্রফেসর কাজী আজিজুল মাওলার এইচ ইনডেক্স, আইটেন ইনডেক্স ও সাইটেশন স্কোরের সংখ্যা যথাক্রমে ১২, ১৯ ও ৪২৭।
লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলার এ অর্জনে অভিনন্দন জানিয়েছেন লিডিং ইউনিভার্সিটির শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.