বাংলাদেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উদ্যোগে ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য অর্জনে “ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭” এর জন্য গতকাল ০৩/১২/১৭-সোমবার সকাল ১১ টায় সিলেটের প্রথম বেসরকারী বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটিতে “ক্যাম্পাস এ্যাক্টিভেশন প্রোগ্রাম” অনুষ্ঠিত হয়।রংমহল টাওয়ারে সি.এস.ই ডিপার্টমেন্টের এসিএল এ জান্নাতুল ফেরদৌসি তারিনের উপস্থাপনায় ক্যাম্পেইনটি শুরু হয়।উক্ত অনুষ্ঠানে ঢাকা থেকে আগত আইসিটি ডিভিশনের প্রতিনিধি সালমান রহমান ও তাহমিদ আজুয়াদ নেতৃত্ব দেন।এ ক্যাম্পেইনে মূলত “ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭” সম্পর্কে যথাযথ ধারনা প্রদান,প্রযুক্তির সুফল,যথার্থ ব্যবহার এবং প্রযুক্তির বাস্তব জ্ঞান অর্জনে উৎসাহিত করা হয়।সেই সাথে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের আমন্ত্রণ জানানো হয় এবারের মেলায়।কিছু তথ্যচিত্র দেখানো এবং বর্তমান আধুনিক বিশ্বের উপর ভিত্তি করে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে একটি কুইজ টেস্ট নেয়া হয়। বিজয়ীদের মধ্য থেকে সেরা ৫ জনকে টিশার্ট ও বহু মূল্যবান বইয়ের মাধ্যমে পুরষ্কৃত করা হয়।আইসিটি ডিভিশন থেকে প্রেরিত স্মারক গ্রহন করেন সি.এস.ই ডিপার্টমেন্টের প্রধান মো:আসাদুজ্জামান খান এবং সেরা ৫ জন বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন তিনি।এ সময় সি.এস.ই ডিপার্টমেন্টের সকল শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।উল্লেখ্য প্রতি বছরের ধারাবাহিকতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ব্যবস্থাপনায় সর্ববৃহৎ মেলা “ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭” আগামী ৬ থেকে ৯ই ডিসেম্বর ঢাকার বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনফারেন্স এ অনুষ্ঠিত হবে।৬ ডিসেম্বর,২০১৭ তারিখ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা “ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭”এর উদ্বোধন করবেন।এবারের মেলায় ই-গভর্ন্যান্স,এক্সপো,মোবাইল ইনোভেশান এক্সপো,স্টার্ট-আপ জোন,সফটওয়্যার শো-কেসিং সহ প্রায় ৩০ টি সেমিনার ও কনফারেন্স অন্তর্ভুক্ত করা হয়েছে।