আইএবি’র অ‍্যাক্রেডিটেশন টীমের লিডিং ইউনিভার্সিটি পরিদর্শন

স্থাপত্যবিভাগের আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের (আইএবি) অ‍্যাক্রেডিটেশন টীম সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগ পরিদর্শন করেছেন। রোববার (২৭ মার্চ ২০২২)  বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের Accreditation Standatd of the Institute of Architecture Bangladesh (ASIAB) অনুযায়ী এ পরিদর্শন টীমে ছিলেন ব্র‍্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স এন্ড ডেভেলপমেন্ট (BIGD) সিনিয়র রিসার্চ ফেলো স্থপতি হুরাইরা জাবীন, আমেরিকান ইন্টারনেশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (AIUB) এর সহযোগী অধ‍্যাপক স্থপতি আশিক ভাস্কর মান্নান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের  অতিরিক্ত পরিচালক মিসেস জেসমিন পারভীন এবং বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সচিব (শিক্ষা) স্থপতি এম. আরেফিন ইব্রাহিম।
পরিদর্শক দল বিভাগীয় প্রধান স্থপতি রাজন দাশ, অধ্যাপক স্থপতি জেরিনা হোসেইন, স্থপতি মো: শওকত জাহান চৌধুরীসহ সিনিয়র শিক্ষকদের সাথে বৈঠক করেন এবং বিভাগের শিক্ষা কার্যক্রম সংক্রান্ত নথিপত্র যাচাই করেন। অতঃপর বিভাগের অন্যান্য সাধারণ শিক্ষকদের সাথেও আলোচনা, ছাত্র-ছাত্রীদের স্থাপত্য প্রকল্পগুলোর প্রদর্শনী, স্থাপত্যবিভাগসহ বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত সুযোগ- সুবিধাদি দেখে ইতিবাচক মন্তব্য করেন। একই সঙ্গে তারা  শিক্ষাক্রম ও পাঠদান বিষয়ে কিছু পরামর্শ প্রদান করেন।
পরিদর্শন টীম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলার সাথে সাক্ষাত করেন এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এসময় লিডিং ইউনিভার্সিটির আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর স্থপতি সৈয়দা জেরিনা হোসেন, স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান স্থপতি রাজন দাশ অন্যান্য  শিক্ষকবৃন্দ,  এ্যালামনাই এসোসিয়েশনের সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.