লিডিং ইউনিভার্সিটির কর্মকর্তার মায়ের মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারের শোক
লিডিং ইউনিভার্সিটির
আইটি সেকশনের সহকারি প্রশাসনিক কর্মকর্তা আতিকুল ইসলামের মা শুক্রবার (২০ সেপ্টেম্বর ২০২৪) আমেরিকায় স্থানীয় সময় বাদ ফজর ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আমেরিকার ওজনপার্কের আল-আমান মসজিদে বাদ যোহর মরহুমার নামাজে জানাজা শেষে নিউজার্সির মেলবোর্নে অবস্থিত ইসলামিক কবরস্থানে উনার দাফন সম্পন্ন হয়।বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তার মায়ের মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্ববিদ্যালয় পরিবার।
এক শোকবার্তায় আতিকুল ইসলামের মায়ের মৃত্যুতে তাঁর রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ।