সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির স্প্রিং ২০২৫ সেমিস্টারের ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে। সকল প্রোগ্রামের এই পরীক্ষা ০৯ মে ২০২৫ তারিখে থেকে শুরু হয়। শুক্রবার সকালে পরীক্ষার হল পরিদর্শন করেছেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন।
পরীক্ষার হল পরিদর্শনকালে পরীক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে চলায় সন্তোষ প্রকাশ করেন তিনি।
এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. কবির আহমেদ, আজকের পরীক্ষার চীফ ইনভিজিলেটর ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভূঁইয়া এবং পরীক্ষা হল ইনভিজিলেটর ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারি অধ্যাপক ড. মো. ফজলে এলাহী মামুন উপস্থিত ছিলেন।