লিডিং ইউনিভার্সিটির সিএসই বিভাগের শিক্ষকদের পাঠদান, গবেষণা ও প্রশাসনিক দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

দক্ষ জাতি গঠনে শিক্ষকদের গবেষণায় মননিবেশ করতে হবে
— দানবীর ড. সৈয়দ রাগীব আলী

শিক্ষকদের পাঠদান ও গবেষণার পাশাপাশি প্রশাসনিক কাজেও জ্ঞান থাকা প্রয়োজন
— উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন

সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটিতে শিক্ষক হওয়ার তিনটি আবশ্যকীয় বিষয়: পাঠদান, গবেষণা এবং প্রশাসনিক কাজে শিক্ষকদের অভিজ্ঞতা উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে সোমবার (২৯ এপ্রিল ২০২৫) “A Seminar on Teaching, Research and Administration: Three Imperatives of Being a Teacher” শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিনের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই এবং আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ কামরুজ জামান ভূঁইয়া। সেমিনারে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান এবং অ‍্যাপ্লাইড সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের প্রাক্তন ডিন প্রফেসর মোহাম্মদ শহীদুর রহমান, পিএইচডি।

দক্ষ জাতি গঠনে শিক্ষকদের গবেষণায় মননিবেশ করতে হবে উল্লেখ করে সেমিনার উদ্বোধনী অনুষ্ঠানে দানবীর ড. সৈয়দ রাগীব আলী বলেন, সুন্দর ভবিষ্যৎ ও সঠিক শিক্ষায় শিক্ষিত জাতি গঠনে বিশ্বায়নের সাথে তাল মিলিয়ে চাহিদা ও প্রয়োজন অনুযায়ী শিক্ষার্থীদেরকে বাস্তব সম্মত শিক্ষা প্রদান করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভূমিকা অনেক। তাদেরকে পাঠদানের পাশাপাশি গবেষণাও করতে হবে।

উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, শিক্ষকদের পাঠদান ও গবেষণার পাশাপাশি প্রশাসনিক কাজেও জ্ঞান থাকা প্রয়োজন। একজন ভালো শিক্ষককে অবশ্যই ভালো গবেষক হতে হবে। পাশাপাশি একজন শিক্ষককে প্রশাসনিক কাজেরও অভিজ্ঞতা অর্জন কলতে হবে। সেজন্য ভালো শিক্ষক হওয়ার জন‍্য তিনটি আবশ্যকীয় বিষয়ে একসঙ্গে একজন শিক্ষককে চর্চা করার পরামর্শ দেন তিনি। পরিশেষে তিনি এ বিষয়ে আলোচনা করার জন‍্য রিসোর্স পারসনকে এবং প্রথমবারের মতো এধরনের সেমিনারে অংশগ্রহণ করার জন‍্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

লিডিং ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান কাজী মো. জাহিদ হাসানের সমন্বয়ে সেমিনারে রিসোর্স পারসন অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুর রহমান, প্রাক্তন বিভাগীয় প্রধান, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ও প্রাক্তন ডিন, এপ্লাইড সায়েন্স ও টেকনোলজি অনুষদ শিক্ষকদের পাঠদানের পাশাপাশি গবেষণা এবং বিভিন্ন প্রশাসনিক কাজেও নিজেদের জ্ঞানার্জনের বিষয়ে আলোকপাত করেন।

অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং  বিভাগের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.