লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থীর জাপান সরকারের স্কলারশিপ অর্জন

লিডিং ইউনিভার্সিটির ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগের ২৬তম ব‍্যাচের কৃতী শিক্ষার্থী  আব্দুল্লাহ নাসির চৌধুরী জাপান সরকারের Ministry of Education, Culture, Sports, Science and Technology (MEXT) স্কলারশিপ অর্জনের করেছেন। তিনি ২০২৩ সালে লিডিং ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং-এ বিএসসি সম্পন্ন করেন এবং বর্তমানে তিনি জাপানের University of Tsukuba-তে
MEXT স্কলারশিপের আওতায় গবেষণাভিত্তিক মাস্টার্স প্রোগ্রামে অধ্যয়নরত।
শিক্ষাজীবনে লিডিং ইউনিভার্সিটি থেকে প্রাপ্ত সহায়তা ও অনুপ্রেরণার কথা স্বীকার করে আব্দুল্লাহ নাসির চৌধুরী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জাপানে সরকারে MEXT-এর মতো মর্যাদাপূর্ণ স্কলারশিপ পেতে একাডেমিক কাজে মনোযোগ দিয়ে এখন থেকেই প্রস্তুতি শুরু করতে হবে এবং গরে তুলতে হবে একটি শক্তিশালী গবেষণা প্রোফাইল। তিনি ইইই বিভাগের শিক্ষকদের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ইইই বিভাগের প্রাক্তন শিক্ষার্থীর এই অসাধারণ অর্জনের জন্য তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন এবং ইইই বিভাগের বিভাগীয় প্রধান মো. নিয়াজ মোর্শেদুল হক। তারা আশা প্রকাশ করেন আব্দুল্লাহ নাসির চৌধুরীর এই সাফল্য ভবিষ্যৎ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক উচ্চশিক্ষা ও গবেষণার পথে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করবে।
লিডিং ইউনিভার্সিটি পরিবার আব্দুল্লাহ নাসির চৌধুরীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বৈশ্বিক বিজ্ঞান ও প্রযুক্তির অঙ্গনে তাঁর অবদান প্রত্যাশা করে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.