মাইলস্টোন স্কুল এন্ড কলেজে নিহত ও আহত শিক্ষার্থীদের জন‍্য লিডিং ইউনিভার্সিটিতে দোয়া অনুষ্ঠিত

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ক‍্যাম্পাসে বিমান দূর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের রুহের মাগফিরাত কামনা করে লিডিং ইউনিভার্সিটিতে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) বিশ্ববিদ্যালয়ের রাগীব আলী ভবনের গ‍্যালারী-০১ এ অনুষ্ঠিত দোয়ায় লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন নিহত শিক্ষার্থীসহ অন‍্যান‍্যদের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
একইসাথে আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।
লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারি অধ্যাপক ড. ফজলে এলাহি মামুনের পরিচালায় অনুষ্ঠিত দোয়ায় বিশ্ববিদ্যালয়ের ব‍্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভূঁইয়া, আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ কামরুজ জামান ভূঁইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম, রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ, প্রক্টর মো. মাহবুবুর রহমান, ছাত্র কল‍্যাণ উপদেষ্টা প্রফেসর ডা. মো. আব্দুল মজিদ মিয়া, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. কবির আহমেদসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, দূর্ঘটনায় নিহত ও আহত শিক্ষার্থীদের প্রতি সমবেদনা জানিয়ে মঙ্গলবার অনুষ্ঠিতব‍্য লিডিং ইউনিভার্সিটির সামার ২০২৫ সেমিস্টারের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.