‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে লিডিং ইউনিভার্সিটিতে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের গ্যালারী-০১ এ
পবিত্র কোরআন তিলাওয়াত ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠিত আলোচনায় কোটাবিরোধী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ এবং জুলাই আন্দোলনে যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি নতুন বাংলাদেশ সেসকল শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। রাষ্ট্রীয়ভাবে শোক পালনের সাথে একাত্মতা প্রকাশ করে ‘জুলাই শহীদ দিবস’ এ জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখা হয়।
বিশ্ববিদ্যালয়ের জরুরী কাজে সিলেটের বাইরে অবস্থান করায় লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী এবং উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন এক বার্তায় জুলাই কোটাবিরোধী ও বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা ও তাদের রুহের মাগফিরাত কামনা করেন।
লিডিং ইউনিভার্সিটির আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ কামরুজ জামান ভূইয়ার সভাপতিত্বে জুলাই শহীদের স্মরণ করে বক্তব্য প্রদান করেন কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, ছাত্রকল্যাণ উপদেষ্টা প্রফের ডা. মো. আব্দুল মজিদ মিয়া, বিভাগীয় প্রধানদের পক্ষে ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ শাহানশাহ মোল্লা, জুলাই যোদ্ধা লিডিং ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. আসিফুর রহমান দিপু, প্রাক্তন শিক্ষার্থী তোফায়েল আহমেদ, মাহবুবুর রহমান শান্ত, প্রাক্তন শিক্ষার্থী আবুল হাসান নাবিল, এবং সায়মন সাদিক জুনেদ।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্মৃতিকে স্মরণ করে বক্তারা বলেন, জুলাই শহীদদের স্বপ্ন ওতাদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া সুযোগকে কাজে লাগিয়ে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে একটি বৈষম্যহীন, দুর্নীতি ও স্বৈরাচারমুক্ত নতুন রাষ্ট্র গঠন করতে হবে। বক্তারা আরো বলেন, বৈষম্যবিরোধী এ আন্দোলনে দেশজুড়ে রাজপথে নেমে আসে লাখো শিক্ষার্থী-শ্রমিক-জনতা এবং আন্দোলনের তীব্রতার সঙ্গে বাড়তে থাকে শহীদদের সংখ্যা। বৈষম্য ও কোটাবিরোধী আন্দোলন অচিরেই রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। সর্বস্তরের মানুষের দুর্বার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যায় স্বৈরাচার। হাজারো শহীদের রক্তের বিনিময়ে হয় মুক্তির নতুন সূর্যোদয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও অনুষ্ঠান আয়োজন কমিটির আহবায়ক মো. মাহবুবুর রহমান। পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. ফজলে এলাহি মামুন। আলোচনা পরবর্তী শহীদদের রুহের মাগফেরাতের জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ জিয়াউর রহমান। ইংরেজি বিভাগের প্রভাষক আলী ওমরের সঞ্চালনায় অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, বিভিন্ন দপ্তর প্রধান, শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।
