লিডিং ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগের মেধাবী শিক্ষার্থী মাজেদুল ইসলাম নাঈম জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত দুইটি প্রযুক্তি প্রতিযোগিতায় চমৎকার সাফল্য অর্জন করে বিশ্ববিদ্যালয়ের সুনাম বয়ে এনেছেন।
তিনি সম্প্রতি অনুষ্ঠিত ১৬তম ডিআরএমসি ন্যাশনাল সায়েন্স কার্নিভাল ২০২৫-এ লাইন ফলোয়ার রোবট ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন এবং পুরস্কার হিসেবে ১৫,০০০ টাকা লাভ করেন। এছাড়া, ৩০ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় আয়োজিত Sci-Fi Fare 2025 প্রতিযোগিতায় ফাস্ট লাইন ফলোয়িং রোবট সেগমেন্টে অংশ নিয়ে তিনি রানার-আপ স্থান অর্জন করেন এবং অর্জন করেন ১০,০০০ টাকা পুরস্কার।
মাজেদুল ইসলাম নাঈমের এই অর্জন তার নিষ্ঠা, পরিশ্রম এবং প্রযুক্তিগত দক্ষতার প্রতিফলন। তার এই সাফল্যে গর্বিত সমগ্র লিডিং ইউনিভার্সিটি পরিবার।
তার এই অর্জন বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের এবং উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে উল্লেখ করে তাকে অভিনন্দন জানিয়েছেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন এবং ইইই বিভাগের বিভাগীয় প্রধান মো. নিয়াজ মোরশেদুল হক।
