লিডিং ইউনিভার্সিটির অনলাইন ক্লাসে উপস্থিতি আশিভাগ

করোনা ভাইরাসের সংক্রমণরোধে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ায় শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির নির্দেশনায় লিডিং ইউনিভার্সিটি গত ২৩ মার্চ ২০২০ থেকে অনলাইনে শিক্ষাকার্যক্রম পরিচালনা করে আসছে।
এ বিষয়ে অগ্রগতি জানতে সোমবার (৫ এপ্রিল ২০২০) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ‍্যমে আলোচনা সভা করেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী এবং উপাচার্য (ভারপ্রাপ্ত) শ্রীযুক্ত বনমালী ভৌমিক।
এতে শিক্ষকগ জানান, শিক্ষার্থীরা খুব আগ্রহ নিয়েই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করছে এবং বিভিন্ন কোর্সে উপস্থিতির সংখ্যা ৬০ থেকে ৮০ ভাগ। তারা Zoom, Google classroom সহ বিভিন্নভাবে এ শিক্ষাকার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
বৈশ্বিক এই দূর্যোগ মূহুর্তে সকলের মিলিত প্রচেষ্টায় অনলাইনে শিক্ষাকার্যক্রম চালিয়ে যাওয়ায় লিডিং ইউনিভার্সিটির সকলকে ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করেন ড. রাগীব আলী।
এ শিক্ষাকার্যক্রমের মাননির্নয়নের জন‍্য ইতোমধ্যে পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে দিয়েছেন উপাচার্য বনমালী ভৌমিক।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.