লিডিং ইউনিভার্সিটিতে পরিবহন অনুসরণকরণ পদ্ধতির উদ্বোধন

লিডিং ইউনিভার্সিটিতে পরিবহন অনুসরণকরণ পদ্ধতির উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর ২০২২) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বোর্ডরুমে  ‘Leading University Transport Tracking and Monitoring System -LU T2MS’ এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা।
লিডিং ইউনিভার্সিটি ক‍্যাম্পাসকে স্মার্ট ক‍্যাম্পাস হিসেবে উন্নীত করার পরিকল্পনায়
Leading University Transport Tracking and Monitoring System -LU T2MS’ একটি উন্নত সংযোজন  উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা বলেন, বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব‍্যবস্থাপনায় এটি আরও কার্যকর ভূমিকা রাখবে এবং এর মাধ্যমে শিক্ষার্থীরা পরিবহন বিষয়ক তথ্য তাৎক্ষণিকভাবে  জানতে পারবে।
গুগল স্টোর থেকে ডাওনলোড করে এ অ‍্যাপের মাধ‍্যমে রিয়েলটাইম পরিবহন অবস্থান ট্র্যাকিং,
নিজ নিজ রুটে স্টপেজ পয়েন্ট, বাসের সময়সূচী ও পরিবহন সংক্রান্ত বিজ্ঞপ্তি এবং কর্তৃপক্ষের কাছে ফীডব‍্যাক রিপোর্টিং এর সুযোগ থাকবে। এই  অ‍্যাপ ফিচারের অ্যাডমিন প্যানেল থাকবে রুট ব্যবস্থাপনা, যানবাহন ব্যবস্থাপনাসহ স্বয়ংক্রিয় জ্বালানী ট্র্যাকিং সিস্টেম।
লিডিং ইউনিভার্সিটির সেন্টার ফর রিসার্চ, ইনোভেটিভ স্টাডিজ এন্ড প্লানিং এর মাধ‍্যমে বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে ‘ LU T2MS’ এ প্রধান ইনভেস্টিগেটর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মো. সাইদুর রহমান কোহিনুর, অ‍্যাপলিকেশন ডেভেলপার নিলাশিষ রয়, ওয়েব ডেভলপার শাহ ফয়েজ আলী এবং ডাটা এনালিস্ট সৈয়দ আবু রায়হান সারহাদ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেন্টার ফর রিসার্চ, ইনোভেটিভ স্টাডিজ এন্ড প্লানিং (CRISP) এর উপদেষ্টা প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ‍্যাসিউরেন্স সেলের (IQAC) পরিচালক ড. মো. রেজাউল করিম, অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ শাহানশাহ মোল্লা, ইলেকট্রিক‍্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান রফিকুল ইসলাম, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারি অধ‍্যাপক সাফকাত কিবরিয়া  প্রমুখ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.