লিডিং ইউনিভার্সিটিতে অত‍্যাধুনিক নেটওয়ার্ক ল‍্যাব উদ্বোধন

সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটিতে অত‍্যাধুনিক নেটওয়ার্ক ল‍্যাব স্থাপন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রাগীব আলী ভবনে (প্রথম একাডেমিক ভবন)  অবস্থিত কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে অত‍্যাধুনিক ডিপ লার্নিং সার্ভার কম্পিউটারস (Deep Learning Server Computers) সংযোজনসহ এ ল‍্যাবে প্রায় পঞ্চাশজন  শিক্ষার্থী এক সাথে নেটওয়ার্কিং-এর সুবিধা পাবে।
মঙ্গলবার (০১ জুন ২০২২) ১:৩০টায় ল‍্যাবটি উদ্বোধন করে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা বলেন, অত‍্যাধুনিক নেটওয়ার্কিং ল‍্যাব স্থাপনের মধ‍্যদিয়ে শিক্ষার্থীদের গবেষণা কাজে আরও নতুন  সুযোগ সৃষ্টি হলো এবং বিশ্ববিদ্যালয়কে বিভিন্নক্ষেত্রে স্বীকৃতি পেতে এ ল‍্যাব সহায়ক হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. মোহাম্মদ মোস্তাক আহমদ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান রুমেল এম. এস. রহমান পীরসহ শিক্ষক ও কর্মর্কতাবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.