বঙ্গবন্ধুর স্বদেশ প্রত‍্যাবর্তন দিবসে তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে লিডিং ইউনিভার্সিটি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত‍্যাবর্তন দিবসে বঙ্গবন্ধুর প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি।
এক বার্তায় লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত‍্যাবর্তন দিবসে তাঁর প্রতি এ শ্রদ্ধা জ্ঞাপন করেন।
ড. রাগীব আলী বলেন, দীর্ঘ নয় মাস যুদ্ধের পর  ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর চুড়ান্ত বিজয় অর্জিত হলেও ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত‍্যাবর্তনের মধ‍্য দিয়ে জাতি বিজয়ের পূর্ণ স্বাদ গ্রহণ করে।
উপাচার্য ড. কাজী আজিজুল মাওলা বলেন, জাতির পিতা শেখ মুজিবুর রহমান পাকিস্তান কারাগারে দীর্ঘ নয় মাস কারাভোগের পর এদিন সদ‍্য স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত‍্যাবর্তন করেন। তাঁর মুক্তির মধ‍্য দিয়ে বাঙালির বিজয় পূর্ণতা লাভ করে। তিনি বলেন,  আজও বঙ্গবন্ধুর চেতনা, তাঁর দৃষ্টিভঙ্গি, নীতি ও আদর্শ বাংলাদেশের মানুষের হৃদয়ে চির জাগ্রত রয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.