CTO Forum Bangladesh আয়োজিত “ইনোভেশন হ্যাকাথন-২০২০” প্রতিযোগিতায় লিডিং ইউনিভার্সিটি এবং মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের একটি দল Team_Alpha চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। প্রতিযোগিতায় সারা দেশ থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং সফটওয়ার প্রতিষ্ঠানের প্রতিযোগিরা অংশগ্রহণ করেন। ছয় সদস্য বিশিষ্ট Team_Alpha দলের চারজন সদস্য লিডিং ইউনিভার্সিটির সিএসই ডিপার্টমেন্টের চতুর্থ বর্ষের শিক্ষার্থী, এবং দুইজন সদস্য মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষার্থী। লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থীরা হচ্ছেন আমানি সাদউদ্দিন, মাসুমা জান্নাত চৌধুরী, মাহদী হোসেন তানভীর, এবং মোঃ জাহেদ মিয়া। অ্যামাজন ওয়েব সার্ভিসেস (AWS) এর পৃষ্ঠপোষকতায় ৪৮ ঘণ্টার এই হ্যাকাথন প্রতিযোগিতা গত ২৪-২৬ ডিসেম্বর অনলাইনে অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন Team_Alpha দলটি Paramedic Service নামে একটি জরুরী অ্যাম্বুলেন্স সার্ভিস সরবরাহকারী অ্যাপ তৈরি করেন। AWS এর বিভিন্ন “সার্ভারলেস টেকনোলজি” ব্যবহার করে অ্যাপটি তরি করা হয়। প্রজেক্টটির বিস্তারিত তথ্য জানা যাবে নিচের ভিডিওতেঃ
https://www.youtube.com/watch?v=bE-cM9c2rTo&feature=youtu.be