জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস-২০১৭ উপলক্ষে লিডিং ইউনিভার্সিটির র‌্যালী ও আলোচনা

জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস-২০১৭ উদযাপন উপলক্ষে সিলেটের প্রথম বেসরকারী বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি গত ১২ ডিসেম্বর ২০১৭ তারিখ বিকাল ৩টায় সিলেট নগরীতে এক বর্ণাঢ্য র‌্যালী বের করে। র‌্যালী পূর্ববর্তী বেলা ১টায় রাীবনগরস্থ লিডিং ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বক্তারা বলেন, তথ্য প্রযুক্তি ও যোগাযোগ ক্ষেত্রে বাংলদেশ বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকারের ডিজিটাল পদ্ধতি এখন মানুষের হাতের নাগালে। এটা সরকারের আন্তরিক প্রচেষ্টা ও উন্নয়নে ধারাবাহিকতা। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে সকল কর্মক্ষেত্রে এখন ডিজিটালাইজেশালন পদ্ধতি চালু রয়েছে, যা শিক্ষা এবং ব্যবসা বানিজ্যকে সহজলভ্য করেছে এবং সময় বাঁচিয়েছে। আাইসিটির ব্যবস্থাপনা দেশকে অনেক এগিয়ে নিয়ে যাবে বলে আলোচনা সভায় বক্তারা আশাবাদ ব্যাক্ত করেন।

উক্ত আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.